How To Use Free Music From Internet And YouTube Without Any Copyright Claim
আমরা যারা ইউটিউবে নিয়মিত বিভিন্ন রকম ভিডিও আপলোড করে থাকি তাদেরকে প্রায়শই দেখা যায় তাদের ভিডিও গুলোর সৌন্দর্য বর্ধনের জন্য ভিডিওতে বিভিন্ন প্রকার মিউজিক অথবা সাউন্ড এফেক্ট যোগ করতে হয়। এধরনের মিউজিক বা সাউন্ড এফেক্ট নিজেরাই তৈরি করে নিয়ে ব্যাবহার করা আমাদের অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। আবার অন্যের তৈরি করা অডিও বা সাউন্ড ক্রেডিট দেয়া ছাড়া নিজের চ্যানেলে ব্যাবহার করলে আমাদের অতিসাধের ইউটিউব চ্যানেলটি ব্যান পর্যন্ত হয়ে যেতে পারে। এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো ইন্টারনেটে বিভিন্ন রকম ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল আছে যারা ফ্রিতে কপিরাইট বিহীন মিউজিক প্রদান করে থাকে। এমনকি অনেক সময় দেখা যায় যে এসকল সাইট কিংবা চ্যানেল থেকে অডিও বা ভিডিও ডউনলোড করে নিজেদের চ্যানেলে ব্যাবহার করলে ক্রেডিট পর্যন্ত দেয়া লাগে না। তোহ এমনি কিছু ইউটিউব চ্যানেল আর ওয়েবসাইটের নাম এবং লিংক নিচে দেয়া হলো :- Free music channels on YouTube : * FreeMusicWave (FMW) ( Link : https://www.youtube.com/user/freemusicwave ) * Magic NCS ( Link : https://www.youtube.com/channel/UCoDZIZuadPB...